পিরোজপুরের ভান্ডারিয়ায় বেদখল হওয়ার দুই বছর পেড়িয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি 'ভান্ডারিয়া হাওলাদার ইলেক্ট্রনিক্স'র শোরুম স্যামসাং পস্নাজা। ভুক্তভোগী মালিক আল আমিন জানান, ২০১৯ সালের ১ জুন থেকে ২০২৯ সালের ১ জুন পর্যন্ত ১০ বছরের জন্য ভান্ডরিয়া হাইওয়ে রোডে অবস্থিত হাজী আব্দুল মালেক হাওলাদার মার্কেটের একটি দোকানঘর ভাড়া নেন। কিন্তু ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজনৈতিক অস্থিরতায় পুলিশ হাওলাদার ইলেকট্রনিক্স'র প্রোপ্রাইটর আল আমিন ওমরকে গ্রেপ্তার করে। এরপর ২৮ ডিসেম্বর জামিনে বের হলে দেখেন স্থানীয় প্রভাবশালী একটি মহল তার সাইনবোর্ড সড়িয়ে মার্সেল-তালুকদার ইলেকট্রনিক্স নামে একটি সাইনবোর্ড লাগিয়ে তা দখলে নিয়েছে। একইসঙ্গে দোকানে থাকা টিভি-ফ্রিজসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি নিয়ে সুরাহা করার চেষ্টা করলে ওই প্রভাবশালী মহল তাতে কোনো কর্ণপাত করেনি।
বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, 'ভুক্তভোগীরা আমার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'