নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার পৌর এলাকার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মনিরুজ্জামান শ্রীরামপুর বাজারে গেলে আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তার দিকে এগিয়ে আসে। তিনি ভয়ে নিকটস্থ একটি চালের আড়তে ঢুকে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে সেখান থেকে বের করে দুই পায়ে ৩টি ও দুই হাতে ২টি গুলি করে এবং পরে মাথাসহ বিভিন্নস্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা।
এ ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় নরসিংদী ও উপজেলাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জ্ঞাপন করে দ্রম্নত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।