শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

টিকিট কালোবাজারি বন্ধে ভৈরব স্টেশনে প্রতিবাদ সমাবেশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
টিকিট কালোবাজারি বন্ধে ভৈরব স্টেশনে প্রতিবাদ সমাবেশ

টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশনে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। মঙ্গলবার রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে এই সমাবেশ করে তারা। এ সময় তারা টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে বিভিন্ন স্স্নোগান শেষে বক্তব্য রাখেন।

পরে তারা স্টেশনের এক নম্বর পস্ন্যাটফর্মে বিক্ষোভ মিছিল করে ভৈরব রেলওয়ে থানার ওসির সঙ্গে কথা বলেন।

এ সময় স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে গেলে তার অফিস তালাবদ্ধ পাওয়া যায়।

বক্তারা বলেন, 'ভৈরব জংশন স্টেশনটিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন ১৮ জোড়া আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দুঃখজনক হলেও সত্য, এসব ট্রেনের সবগুলো টিকিটই কালোবাজারিদের হাতে চলে যায়। ফলে ৮৫ টাকার টিকিট ৩০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে যাত্রীদের।

তাই এই স্টেশনে যেন টিকিট কালোবাজারি না হয়, এর জন্য কালোবাজারিদের সর্তক করা হয়।' আলোচনায় অংশ নেন আরাফাত ভূইয়া, আজারুল ইসলাম রিদম, সিদরাতুল রশিদ পিয়াল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে