তালায় ডাকাত আতঙ্ক

গ্রাম পাহারায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সরকার পতনের পর সারাদেশের ন্যায় সাতক্ষীরার তালায় পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ায় ডাকাত আতঙ্কে নিয়ম করে দলবদ্ধভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সম্প্রতি সময়ে বিভিন্ন দল ও নেতাকর্মীর নাম ভাঙিয়ে তালা উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জমিদখল, গরুচুরিসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে একটি চক্র। এ চক্রের হাত থেকে রেহাই পেতে তালা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ লাঠিসোটা হাতে নিয়ে একত্রিতভাবে সারারাত পাহারা দিচ্ছে। তালা সদরের রাজিবুল ইসলাম জানান, 'প্রতিনিয়ত গভীররাতে আমাদের এলাকায় দলবদ্ধ অচেনা লোকজনের আনাগোনা দেখা যাচ্ছিল। তারপর আমরা গ্রামবাসীর সমন্বয়ে একটি টহল টিম তৈরি করে সারা রাত পাহারা দিচ্ছি। এখন আমরা জেগে থাকলেও আমাদের বাড়ির বৃদ্ধ মা, বাবা, স্ত্রী, সন্তান ও স্বজনরা শান্তিতে ঘুমাতে পারছে।' স্থানীয় আরাফাত হোসেন বলেন, 'আমরা এলাকাবাসী ছাত্র, শিক্ষক, ব্যাংকার, কৃষক, ব্যবসায়ী সবাই মিলে নিজ গ্রামের সুরক্ষা নিশ্চিত করতে একত্রিতভাবে কাজ করছি। আমি দেখেছি শুধু আমরা না তালার চরগ্রাম, রহিমাবাদ, হাজরাকাটি, মোবারকপুর, খাজরা আটারুই, বারুইহাটিসহ প্রতিটি গ্রামের মানুষ এখন একত্রিত হয়ে এভাবে পাহারা দিচ্ছে।' এদিকে স্থানীয়রা বলছেন, থানায় পুলিশ ফিরে আসলেও কোনো ধরনের ডিউটি করছে না তারা। এ ব্যাপারে তালা থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আমরা থানায় আছি তবে কোনো ধরনের অপারেশনাল ডিউটি করছি না।' গ্রামবাসী জানায়, 'আমাদের পাহারার পাশাপাশি যদি সেনাবাহিনী অধিক তৎপর হয় তাহলে অতিদ্রম্নত সময়ে আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পাব।'