সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি করায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
সোমবার বিকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে সোমবার সকালে শিক্ষার্থীরা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখা দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে তত্ত্বাবধায়ক উত্তেজিত হয়ে অশালীন ভাষায় গালাগাল করেন এবং একপর্যায় কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।