ধান গবেষণার সাবেক ডিজির দুর্নীতির তদন্ত ও বিচারের দাবি
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক মহাপরিচালক শাহজাহান কবীরের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ব্রি'র কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন- ব্রি'র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন) ড. আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা বলেন, 'শাহজাহান কবীর ক্ষমতায় থাকাকালে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগে অনিয়ম, পদোন্নতি প্রদানে অনিয়ম, ব্রি-মিউজিয়াম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ডিজির বাংলো নির্মাণে অনিয়ম, গবেষণা পস্নটে মাটি ভরাটে অনিয়মসহ নানা অনিয়ম করেছেন। আমরা তার সব অনিয়ম- দুর্নীতির বিচার ও শাস্তি চাই।'