সিরাজদিখানে স্কুলের সম্পত্তি পুনরুদ্ধারে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের সম্পত্তি পুনরুদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন -যাযাদি
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাইস্কুলের সম্পত্তি পুনরুদ্ধারে মানববন্ধন করেছেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মালখানগর কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের আয়োজনে এতে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিসহ প্রায় ১২০০ শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম ও সহকারী প্রধান শিক্ষক ফরিদ মিয়া। স্কুলের সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওয়ালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- অহিদুল ইসলাম, আমেনা খানম, কামরুল হাসান, অহিদা জাসরিন, দুর্জয় পাল, জেসমিন সুলতানা, রিপন কুন্ডু প্রমুখ। বক্তারা বলেন, 'বিদ্যালয়ের জায়গা ও দোকানঘর অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ভোগদখল করে আসছিল এই এলাকার ইমান আলী নামক এক ব্যক্তি। গত ১০ বছর আগে স্কুল পরিচালনা কমিটি তা উদ্ধার করে। এর আগে আমরা আদালতে মামলা করলে স্কুলের পক্ষে রায় হয়েছে। গত ৬ দিন আগে আবার তিনি দখল করে তালা দিয়ে দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানববন্ধন থেকে প্রতিবাদ জানাচ্ছি।'