শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গাইবান্ধায় মাদক ব্যবসা জমজমাট, প্রশাসন নীরব!

গাইবান্ধা প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
গাইবান্ধায় মাদক ব্যবসা জমজমাট, প্রশাসন নীরব!

গাইবান্ধায় প্রকাশ্যে দিনে ও রাতে রাস্তায় হেরোইন, গাঁজা ও বাংলা মদসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। এতে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিব্রত হচ্ছে সাধারণ মানুষ। নেই কোনো প্রতিবাদ ও প্রতিরোধ। ফলে মাদকসেবী ও ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোডের পুরাতন ডিসি অফিস এলাকায় বিশেষ করে জেলা শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় ও গলিতে সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত হেরোইন, গাঁজা ও বাংলা মদ কেনাবেচা হচ্ছে। প্রকাশ্যে রাস্তায় বাংলা মদ সেবনকারীরা মাতলামি ও সাধারণ মানুষের হয়রানি করছে। হেরোইন সেবনকারী কেউ কেউ নেশার টাকা জোগাড় করতে শহরে ছোটখাটো ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। গত ৫ দিনে শহরে তিনজন ছিনতাই জনতার হাতে ধরা পড়ে উত্তম-মধ্যমের শিকার হয়েছে।

এ ছাড়া শহরের সার্কুলার রোডের গোরস্থান মোড়, রেল কলোনির হরিজন বস্তি এলাকায় বাংলা মদের কেনাবেচা বেড়ে গেছে। মদ সেবনকারীরা দিনের বেলায়ও মাতাল হয়ে মাতলামি করায় মানুষ বিব্রত হচ্ছেন।

এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলাসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ও বাংলা মদ বিক্রি বেড়ে গেছে। এসব নেশায় আসক্তরাই টাকার জন্য চাঁদাবাজিতে জড়িত হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিশিষ্ট ব্যক্তি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রশাসন একটু ঢিলেঢালা থাকার সুযোগে গাইবান্ধায় মাদক ব্যবসা বেড়ে যায়। এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেতারা ও প্রশাসনকে বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে