শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

উপাচার্যের পদত্যাগের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ-মিছিল অধ্যক্ষের অপসারণ দাবি ঈশ্বরদীতে

স্বদেশ ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ -যাযাদি

উপাচার্যের পদত্যাগের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা। এদিকে, পাবনার ঈশ্বরদীতে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

যবিপ্রবি প্রতিনিধি জানান, উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার যবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শেখ হাসিনা ছাত্রী হল, বঙ্গবন্ধু একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে যায়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা উপাচার্য ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন স্স্নোগান দেয়।

জানা যায়, বিক্ষোভের পূর্বে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের বঙ্গবন্ধু মু্যরাল, ছাত্রী হলের সামনের শেখ হাসিনা মু্যরাল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের বঙ্গবন্ধুর নাম ও বঙ্গবন্ধু একাডেমির গ্যালারির সামনে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে। এছাড়াও শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন ভবনের উদ্বোধন ফলকগুলোও ভেঙে দেয়।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ উসামাহ বলেন, 'আমরা দেশ থেকে স্বৈরাচার দূর করতে পারলেও ক্যাম্পাস থেকে এখনো স্বৈরাচার দূর করতে পারিনি। আমাদের এই ভিসির কাছে কোনো দাবি নাই। কারণ এই স্বৈরাচার দালালের কাছে কোনো প্রকার দাবি আমরা রাখতে চাই না। তাই আমাদের এই আন্দোলনের একমাত্র দাবি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার ভিসি, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক সমিতি সভাপতিসহ সব দালালের পদত্যাগ করতে হবে।'

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মু্যরাল ভাঙচুরের বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সজীব হোসেন বলেন, 'আমাদের আজকের কর্মসূচি ছিল এই খুনি হাসিনার পরিবারের সব চিহ্ন বিশ্ববিদ্যালয় থেকে মুছে দেওয়া। আমরা সফলভাবে তা করেছি।'

ইএসটি বিভাগের হাবিব আহমেদ শান, 'আমরা আগামীকাল সকাল এগারোটায় 'মার্চ টু প্রশাসনিক ভবন' ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।'

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীতে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনীতিতে বাধ্য করা, শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে বিরোধ সৃষ্টি, অনিয়ম ও দুর্নীতি করে ১৬ দফা দাবি প্রস্তাবসহ অনতিবিলম্বে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজ চত্বরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে পাবনার ঈশ্বরদীস্থ দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা কলেজ চত্বর শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে অধ্যক্ষের বিরুদ্ধে তাদের ১৬ দফা তুলে ধরে। এরপর শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শহীদ বেদি থেকে শুরু করে কলেজ চত্বর অতিক্রম করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে