শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বগুড়ায় দোকানিকে গলা কেটে ও গুরুদাসপুরে যুবককে পিটিয়ে হত্যা

মাধবপুরে বজ্রপাতে নিহত ৩ ভিন্ন ঘটনায় আরও দুই মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
বগুড়ায় দোকানিকে গলা কেটে ও গুরুদাসপুরে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ায় বাড়ির সামনে থেকে উঠিয়ে নিয়ে মুদি দোকানিকে গলা কেটে এবং নাটোরের গুরুদাসপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে দুইভাইসহ তিনজন নিহত ও নওগাঁর বড়াইগ্রামে ট্রান্সফরমার চুরির সময় যুবক এবং চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, বগুড়া জানিয়েছেন, বগুড়ার ফুলবাড়ী এলাকায় গত সোমবার রাতে বাবর আলী সাকিদার (৫০) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। বগুড়া সদরের আকাশতারা ধাওয়া পাড়া এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে উঠিয়ে এনে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে মঙ্গলবার সকালে পৌর এলাকার ফুলবাড়ী বারুনী মেলা ব্রিজের ওপর থেকে তার লাশ উদ্ধার করে।

সূত্র জানায়, বাবর আলী বাড়ির নিকটবর্তী এলাকায় মুদি দোকান করতেন। ওই দোকান নিয়ে বিরোধ ছিল। এছাড়া তার কাছে ইতোপূর্বে চাঁদাও চাওয়া হয়েছিল। সোমবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাবর আলী বাড়ি ফিরছিলেন। দরজার কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তার চিৎকারে বাড়িতে থাকা মেয়েরা বেরিয়ে আসেন। তারা চিৎকার করলেও আশপাশের লোকজন এগিয়ে আসেনি। বাবর আলীকে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের পক্ষ থেকে সেনাবাহিনীকে জানান হয়।

পুলিশ সুপার জাকির হাসান জানান, রাতেই সেনাবাহিনী ও পুলিশ বাবর আলীকে উদ্ধারে ওই এলাকায় দীর্ঘ সময় অভিযান চালায়। তবে রাতে তার খোঁজ পাওয়া যায়নি। সকালে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জে আবদুলস্নাহ সর্দার (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। আবদুলস্নাহ ওই এলাকার মো. আলমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য হানিফ সর্দার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস কাউছার আলম জানান, স্কুলের পেছনের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে চোর সন্দেহে উজির আলী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির মরদেহটি পাওয়া যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকার সড়কের পাশে। উজির আলী পার্শ্ববর্তী সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের কালিনগর গ্রামের খোরশেদ মাদারের ছেলে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছেছে।

নাজিরপুর ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের ইজিবাইক চালক আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম জানান, 'তিনি পেশায় একজন ইজিবাইক চালক। সোমবার চালানোর পর বাড়িতে ইজিবাইকটি চার্জ দিয়ে ঘুমাতে গিয়েছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে ইজিবাইক রাখা ঘর থেকে চিৎকার শুনে পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সেখানে যান। তখন উজির আলী গাড়ির মধ্যে বৈদু্যতিক শক খেয়ে পড়ে গেলে উত্তেজিত জনতা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। মারপিটে গুরুত্বর আহত হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই উজির আলীর মৃতু্য হয়।

নিহত উজির আলীর বাবা খোরশেদ মাদার জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।

গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর মর্গে পাঠিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে আপন দুই ভাইসহ ৩জন নিহত এবং একজন আহত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের আশরাফউদ্দিনের ছেলে সাহাবউদ্দিন (২৫) ও কার ছোট ভাই মনিরউদ্দিন (২২) মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুত্বর আহত হন। স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫) ও জলিল মিয়ার ছেলে খলিল মিয়া (২৫) বজ্রপাতে গুরুত্বর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক শফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে পোল থেকে বৈদু্যতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে রাজীব হোসেন (২৫) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। গত সোমবার রাতে উপজেলার শ্রীরামপুর মৌজায় এ ঘটনা ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে বড়াইগ্রাম ইউপি সদস্য জিলস্নুর রহমান তোতার জিম্মায় দিয়েছে। রাজীব সিরাজগঞ্জের উলস্নাপাড়ার বাসিন্দা।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, শ্রীরামপুর মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপে বিদু্যৎ সংযোগের ট্রান্সফরমার চুরি করতে উঠেন রাজীব। এ সময় বিদু্যৎস্পৃষ্টে তার মৃতু্য হয়। সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বড়াইগ্রাম থানার ওসি শাফিউল আযম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃতু্যর মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে