সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
প্রতিনিধি
কমিটি গঠন
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ফারিয়া'র অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে মোহাম্মদ মহসিনকে সভাপতি ও সজিব কাজীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, 'কোনো ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে নলছিটিতে চাকরি করা যাবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে ডাক্তারদের ভিজিট দিয়ে সরে যেতে হবে, রোগীর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলা যাবে না।'
দোয়া মাহফিল
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট এহেসানুল হুদা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, পৌর বিএনপির সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাসুদ রানা প্রমুখ।
শোক সভা
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামী। রোববার উপজেলার চাম্বল আয়ান পার্কে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে কর্মী সম্মেলনও অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির মূর্তজা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল জলিল মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উলস্নাহ্ প্রমুখ।
থানা পরিদর্শন
ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের পুলিশের ডিআইজি আবিদুর রহমান ভালুকা থানা পুলিশকে তাদের কাজে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সোমবার দুপুরে ডিআইজি আবিদুর রহমান ভালুকা থানা পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ অফিসারদের বলেন 'বিগত দিনে পুলিশের কিছু কর্মকান্ডের জন্য সাধারণ মানুষ পুলিশের প্রতি বিরূপ মনোভাব রয়েছে। এখন থেকে আমরা ওপরের মহল থেকে অন্যায় আদেশ দেব না আপনারও কোনো অন্যায় আদেশ পালন করবেন না।'
প্রতিবাদ সমাবেশ
ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, উপজেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জাফরুল আলম জাফু, হিন্দু কমিউনিটির নেতা যতীন চন্দ্র মাস্টার, রাজা দশরত চন্দ্র রায়, তুলেন চন্দ্র রায়, জয়রাম সরকার, প্রকাশ চন্দ্র রায় প্রমুখ।
সম্প্রীতি সভা
ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া গ্রামে এই সভা হয়। পৌর জামায়াতের আমির আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, জেলা পশ্চিম জামায়াতের আমির অধ্যাপক আবদুল খালেক, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, জেলা সহ-সেক্রেটারি ড. ওবায়দুলস্নাহ, সনাতন ধর্মাবলম্বী নেতা শিমুল প্রতিম মজুমদার, বিশ্বনাথ মন্ডল, দয়াল মন্ডল, বীরেন কুমার প্রমুখ।
র্
যালি অনুষ্ঠিত
ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সহিংসতা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সামাজিক আলোচনা এবংর্ যালি অনুষ্ঠিত হয়েছে রোববার গোসাইরহাট বাজারের ন্যাশনাল ব্যাংক সংলগ্ন থেকের্ যালীটি প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা করেন পৌরসভা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার আলম ফয়সাল, সাবেক সম্পাদক মনির হোসেন ঢালী, রিয়াদ হোসেন ঘরামী, শামিম বেপারী, নোমান মোলস্নাসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
ফুল দিয়ে বরণ
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। সোমবার সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে। ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০ গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগিতা করছেন শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা। এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ শিবিরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
কর্মসূচি পালিত
ম ইবি প্রতিনিধি
দেশব্যাপী চলমান সংস্কার কাজের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি পালিত হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন। সোমবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ব্যানারে এই কর্মসূচি শুরু করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গস্নাবস বিতরণ করা হয়। পরে ইবির সমন্বয়কের নেতৃত্বে পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করা হয়।
কার্যক্রম শুরু
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা থানায় সোমবার থেকে কার্যক্রম শুরু করেছে পুলিশ। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় যেসব পুলিশ সদস্য বাহিরে ছিলেন তারা থানায় কর্মে ফিরেছেন। শুরু হয়েছে সীমিত পরিসরে থানার কার্যক্রম। এ বিষয়ে ডিমলা থানার ওসি দেবাশীষ রায় জানান, ডিমলা থানায় সব পুলিশ কর্মে ফিরেছেন। সীমিত আকারে থানার কার্যক্রম চালু করা হয়েছে। জিডি, অভিযোগ এলে সেগুলো রেকর্ড করা হবে। অন্যান্য কাজও দ্রম্নত শুরু করা হবে।
বাজার মনিটরিং
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও ছাত্রদের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিষ রায় ও স্থানীয় ছাত্ররা। সব দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও ন্যায্যমূল্যে মালামাল বিক্রয়ের জন্য উৎসাহিত করেন তারা। যে সব ব্যবসায়ী ভালোভাবে ব্যবসা পরিচালনা করেন তাদের শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। এ সময় ছাত্রদের পক্ষে উপস্থিত ছিলেন মো. কিবরিয়া, ইউছুফ, মারুফ, তামান্না, রিফাত, জান্নাতী, প্রিয়া, রিপা প্রমুখ।
মতবিনিময় সভা
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার পূর্বধলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাহফুজুল হক খান। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা, জামায়াতের রোকন ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, জামায়াত নেতা হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ। এ সময় পূর্বধলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
থানার কার্যক্রম শুরু
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এই থানার পুলিশি কার্যক্রম পুরোদমে চলছে। ফলে স্বস্তি ফিরে এসেছে এলাকার মানুষের মাঝে। জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানের মতো দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের কার্যক্রমও স্থবির হয়ে পড়ে। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটে। মানুষকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করতে হয়। সোমবার সকাল থেকে পুলিশের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আইনশৃঙ্খলা সভা
ম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুরে বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রনেতা, সব রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠীর নেতা, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন, শিক্ষক-প্রশাসন মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) জান্নাতুল নাঈম, ওসি সহিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল বাসার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজসহ সেনা কর্মকর্তা, উপজেলার সব বিভাগের কর্মকর্তা।
পরিচ্ছন্নতা অভিযান
ম স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ঝাড়ু হাতে নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীকে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়ক পরিষ্কার করতে দেখা যায়। এ সময় শহরের দোকানিদের যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়। পৌর কলেজের শরীরচর্চা শিক্ষক আলমগীর কবীর স্কাউট শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। তিনি জানান, সকালে শহরের কাজির পয়েন্ট থেকে তারা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পরে পৌর মার্কেট, ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ী মোড়, পুরাতন বাস স্টেশন পর্যন্ত তারা পরিষ্কার করেন।
বিক্ষোভ মিছিল
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহসহ সারাদেশে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, শারমিন আক্তার, আবু রাইয়ানসহ অন্যরা বক্তব্য রাখেন।
বাজার মনিটরিং
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে খাজনা আদায়ের নামে হাটবাজারে চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা ফেরাতে যৌথভাবে মনিটরিংয়ে নেমেছেন উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীরা। সোমবার উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এ অভিযান চালাতে দেখা গেছে তাদের। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, ওসি সৈয়দ আবু শাহজাহান কবির, এসআই তাপস চন্দ্র মিত্র, শিক্ষার্থী আরিফুর রহমান, হারুনুর রশিদ, আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।
কমিটি গঠন
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে 'চৌদ্দগ্রাম প্রেস ক্লাব'-এর পুনর্গঠনের লক্ষ্যে সিরাজুল ইসলাম ফরায়েজীকে আহ্বায়ক ও এমরান হোসেন বাপ্পিকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অপর সদস্যরা হলেন মো. আকতারুজ্জামান, আবদুল মান্নান, আবু বকর সুজন, এমদাদ উল্যাহ ও বেলাল হোসাইন। সভায় প্রেস ক্লাবের কমিটি বিলুপ্তের ঘোষণাপত্রটি আহ্বায়ক কমিটির কাছে হস্তান্তর করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার রানা।
থানা পরিদর্শন
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা পর্যবেক্ষণে ও পুলিশিং কার্যক্রম পরিদর্শন করেছেন ঘাটাইল সেনানিবাসের ৩০৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের। সোমবার পরিদর্শন করে দুই থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সারোয়ার মোর্শেদ, ৪ হর্স রেজিমেন্টের সিও, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, দেওয়ানগঞ্জ থানার ওসি বিপস্নব কুমার বিশ্বাসসহ সেনা ও পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টেস কর্মী রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত রাসেল নওগাঁর মান্দা উপজেলার ১৩নং কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামের মো. পিন্টু রহমানের ছেলে। রোববার নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী সাদিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা নিহত গার্মেন্টেস কর্মীর পরিবারে পৌঁছে দেন নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তাকিন সরকার নয়ন এবং জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহ প্রমুখ।
অ্যাপ্রোন বিতরণ
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা সদরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী স্কাউটস সদস্যের মাঝে অ্যাপ্রোন বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সামনে স্কাউটস সদস্যের হাতে অ্যাপ্রোন তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু। এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সদস্য জাকির হোসেন উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, 'দেশ পুনর্গঠনে ছাত্ররা নিরলস কাজ করে যাচ্ছে। তাদের প্রচেষ্টাকে স্বাগত জানাতেই আমরাও এগিয়ে এসেছি।'