সম্প্রীতির লংগদু গড়ার আহ্বান সেনাবাহিনীর
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার রাঙামাটির লংগদু জোনের আয়োজনে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, লংগদুতে যারা বসবাস করেন সবাই সবার পরিচিত ও স্বজন। দেশের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের ফলে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলা করতে সবাইকে সজাগ হয়ে কাজ করতে হবে।
নিজেদের মধ্যে কোনো রকম প্রতিহিংসামূলক কাজ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও পাহাড়ি জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে। সবাই মিলে লংগদুকে সম্প্রীতির লংগদু তৈরিতে কাজ করতে হবে।
সভায় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর আহামেদ ফারশাদ কবির, উপজেলা চেয়ারম্যান বাবুল দাশ বাবু, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ওসি হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, লংগদু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।