শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পরশুরামে দুই শতাধিক পরিবারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
পরশুরামে দুই শতাধিক পরিবারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী

ফেনীর পরশুরামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থেকে রেহাই পেলেন দুই শতাধিক পরিবারের বাসিন্দা। রোববার ফুলগাজীতে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডার পরশুরাম উপজেলার মালিপাথর গ্রামে দুপুরে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, পরশুরাম মডেল থানার ওসি শাহাদাত হোসাইন খাঁন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই শতাধিক পরিবার পানি যাতায়াতের ড্রেন একজন পুলিশ কর্মকর্তা জোরপূর্বক বন্ধ করে দেন। এতে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি ইতিপূর্বে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার অভিযোগ দিলেও তারা কোনো সুরাহা করে দেননি। রোববার দুপুরে পরশুরামের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিনের সমস্যাটি তাৎক্ষণিকভাবে সমাধান করে দেওয়া হয়েছে।

বিএনপি নেতা আরও বলেন, তার ব্যক্তিগত অর্থায়নে বেশ কয়েকজন শ্রমিক দিয়ে তিনি পানি যাতায়াতের ড্রেনটি কেটে দেন এতে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে