শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চাকরির প্রলোভনে পড়ে নিঃস্ব পরিবার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
চাকরির প্রলোভনে পড়ে নিঃস্ব পরিবার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড দুধলমৌ গ্রামের খলিলুর রহমান হাওলাদার পরিবার চাকরির প্রলোভনে পড়ে নিঃস্ব হয়ে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুর ২টায় খলিলুর রহমান হাওলাদারের বড় ছেলে নূর মোহাম্মদ হাওলাদার তাদের নিজ বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে জানান, 'প্রতিবেশী নাসির উদ্দিনের কন্যা লাবনী আক্তার শেখ হাসিনা ক্যান্টনমেন্টে সিএমএস এ চাকরি করতেন। লাবনী আক্তার আমিসহ আমার ছোটভাই জুলহাসকে ক্যান্টনমেন্টে চাকরি দেওয়ার কথা বলে গত তিন মাস থেকে বিভিন্ন সময় আমার কাছ থেকে ও আমার বাবা-মায়ের হাত থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। টাকা নেওয়ার পর শুধু আশ্বাস দিয়ে আসছেন। টাকা নেওয়ার সময় নাসির উদ্দিন তার কন্যা লাবনী আক্তারের সঙ্গেই ছিলেন। আমরা এখন চাকরির জন্য নাসির উদ্দিন ও তার কন্যা লাবনীকে চাপ দিলে লাবনী আক্তার তার ভাড়া বাসা ছেড়ে আত্মগোপনে চলে যান। টাকার বিষয়ে নাসির উদ্দিনের কাছে গেলে তিনি আমাদের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে আমরা বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমরা এখন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে