শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সদরপুর থানার লুটকৃত অস্ত্র-গোলাবারুদ ও মালামাল ফেরতের আহ্বান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
সদরপুর থানার লুটকৃত অস্ত্র-গোলাবারুদ ও মালামাল ফেরতের আহ্বান

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া বিভিন্ন অস্ত্র ও মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।

৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বিজয় মিছিল থেকে কতিপয় উচ্ছৃঙ্খল ও বিক্ষোভকারীরা সদরপুর থানা ভাঙচুর, অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট করে পুলিশের বিভিন্ন ধরনের অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তকারীরা। তাদের চিহ্নিত ও লুট হওয়া অস্ত্রও অন্য মালামাল ফেরত প্রদানের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার বেলা ১২টায় ওসির নিজ কার্যালয়ে সদরপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও জানান, এখনো লুট হওয়া ভারী অস্ত্র এসএমজি একটি, পিস্তল ৫টি, শর্টগান ৪টি বেসরকারি বন্দুক একটি, ওয়্যারলেস ৫টি, ল্যাপটপ ১৭টি, পুলিশের ব্যক্তিগত মোটরবাইক ৬টি ফেরত পাওয়া যায়নি। দুর্বৃত্তদের হাত থেকে অস্ত্র উদ্ধার না হলে এলাকায় অপরাধ সংঘটিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে