শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রাজনীতির সঙ্গে জড়িত নয় তবুও ঘরবাড়ি ভাঙচুর

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
রাজনীতির সঙ্গে জড়িত নয় তবুও ঘরবাড়ি ভাঙচুর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ছোট বেলঘড়িয়া গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. ইয়ামিন আকন্দ ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগ রাজনীতির সঙ্গে আদর্শ নিয়ে জড়িত ছিলেন। ছাত্র সংগঠনের সংবিধানের আদর্শ থেকে বিচু্যতি ও রাজনৈতিক ধারায় ছাত্র সংগঠনটি ধাবিত হওয়ায় তার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে তিনি তখন ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। কর্মময় জীবনে তিনি বাংলাদেশের অর্থনীতির গতি বাড়াতে তার কষ্ট অর্জিত অর্থ নিয়মতান্ত্রিকভাবে দেশে প্রেরণ করে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত লাভ করেছেন।

এতকিছুর পরও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসী ইয়ামিন কোটা আন্দোলনের পক্ষে সামাজিক ও গণমাধ্যম ফেসবুকে সহমত প্রকাশ করে বিভিন্ন মতামত প্রকাশ করেন এবং আন্দোলনকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন না করলেও একটি পক্ষ প্রতিহিংসায় গত রোববার সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের মারধর করে। একই সঙ্গে বাড়িতে আগুন লাগিয়ে লুটপাট চালায় এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে।

তার পরিবারের সদস্য জানান, ইয়ামিনের প্রবাস জীবন যাপনের পূর্বে দেশে থাকতে ছাত্র সংগঠনটির অনৈতিক কাজে প্রতিবাদ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ চাঁদাবাজি এবং অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি নীতিগত কারণে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন অনেক আগেই। বর্তমানে ইয়ামিন সম্মানের সহিত আমেরিকাতে একটি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টে শেফ হিসেবে কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে