শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

'কেউ উড়ে এসে জুড়ে বসবে সে সুযোগ দেওয়া হবে না'

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
'কেউ উড়ে এসে জুড়ে বসবে সে সুযোগ দেওয়া হবে না'

'খুব শিগগির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশে জেলা উপজেলা কমিটি গঠন করা হবে। কমিটিতে যারা আসতে আগ্রহী তাদের পেছনে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ কোনো রাজনৈতিক ট্যাগ আছে কিনা যাচাই করা হবে। যাদের পেছনে রাজনৈতিক ট্যাগ থাকবে তাদের কমিটিতে রাখা হবে না। অনেক ত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। সুতরাং কেউ উড়ে এসে জুড়ে বসবে তা হতে দেওয়া হবে না।'

রোববার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের একটি প্রতিনিধি দল উপজেলা পরিষদ মিলনায়তনে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন। তারা বলেন, স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। উদ্ভূত পরিস্থিতিতে তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন। ধর্মীয় উপসনালয় রক্ষার্থে পাহারা বসিয়েছেন। পুলিশ কর্মবিরতিতে থাকায় ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। তবে সিদ্ধান্ত মোতাবেক রোভার স্কাউট, বিএনসিসি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া আর কোনো ছাত্র এ দায়িত্ব পালন করবে না। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল। এখন না থাকবে চাঁদাবাজি, না থাকবে সিন্ডিকেট। এরপরও যদি এসব করতে দুঃসাহস দেখায় তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রত্যেকটা কাজ নিয়মনুযায়ী প্রশাসন করবে। ছাত্ররা পাশে থেকে সহযোগিতা করবে।

এ সময় সমন্বয়ক নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে জানিয়ে বলেন, কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা এবং চবিতে কমিটি (সমন্বয়ক) ঘোষিত হলেও উপজেলা পর্যায়ে কোনো কমিটি দেওয়া হয়নি। এ নিয়ে যেন আর কোনো বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রতিনিধিদের অনুরোধ জানানো হয়।

সমন্বয়কারী প্রতিনিধি ছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান, হাটহাজারী সরকারি কলেজ অধ্যক্ষ জাহিদ মাহমুদ, সাংবাদিকদের মধ্যে এইচএম মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, ন ম জিয়া চৌধুরী, মো. আলী ও বোরহান উদ্দিন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিহাব হাসান চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), শওকত আকবর (সাউদার্ন ইউনিভার্সিটি), শরীফ হোসেন (ন্যাশনাল পলিটেকনিক), নাফিজা সুলতানা অমি (ওমর গণি এমইএস কলেজ), রবিউল হাসান শফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ওমর ফারুক নয়ন (হাটহাজারী সরকারি কলেজ), সুলতানুল আরেফিন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), জয়নুল আবেদীন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) প্রমুখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, কৃষি অফিসার আল মামুন শিকদার, প্রকৌশলী জয়শ্রী দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অধ্যক্ষ গিয়াস উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে