ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নেত্রকোনার দুর্গাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় -যাযাদি
ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শেরপুরের নকলা ও নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। মোমবাতি জ্বালিয়ে কোটা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় চত্বর শহীদ মিনারে এর আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে মোমবাতি প্রজ্বলন করে ঘণ্টাব্যাপী অবস্থান করে। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেছে। এ সময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রম্নতি ব্যক্ত করে। সব অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হয়। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রাণ হারানো সব শহীদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে স্মরণ ও হত্যার সুষ্ঠু বিচার চেয়েছে শিক্ষার্থীরা। গত রোববার সন্ধ্যা ৭টায় দুর্গাপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি করে। এর আগে সকালে শহীদ মিনার পরিষ্কার, স্কুল তদারকি, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিন ঘুরে তদারকি করে তারা। সারাদিন এসব কার্যক্রম শেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সন্ধ্যায় শহীদের স্মরণে মোমবাতি প্রজ্ব্বলন করে। আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র বলেন, 'বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে আমার বন্ধু উমর ফারুক শহীদ হয়েছে। এ ছাড়া সারাদেশে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। তাদের স্মরণে আজকের এই মোমবাতি প্রজ্বলন। তাদের জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজনও করব এবং আমাদের ভাইদের হত্যার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।' শিক্ষার্থী রিয়াদ হাসান বলেন, 'আমাদের তরুণ সমাজ তাদের রক্তের বিনিময়ে সরকারের পতন ঘটিয়ে দেশকে স্বাধীন করেছে। যেখানে আজ সবাই বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। দেশের আপামর জনতা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা তরুণরা জনকল্যাণমুখী কাজ করে তাদের আস্থার উপযুক্ত প্রতিদান দেব ইনশাআলস্নাহ।'