আটঘরিয়া বিএনপি'র সদস্য সচিব বহিষ্কার

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেনকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ৯ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিএনপির দীর্ঘদিনের কর্মী ছিলেন ফারুক হোসেন। তিনি উপজেলা বিএনপির সদস্য সচিব ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তবে গত উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা করেন। এ কারণে উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করে তার স্থলে আলমকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক হোসেন অব্যাহতির প্রতিবাদ জানিয়ে বলেন, 'আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আমি দলের দুর্দিনে সব সময় নিজের অর্থ ব্যয় করে দলের কাজ করেছি। এ ব্যাপারে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।' অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।