ফরিদপুরের সদরপুরে বন্ধুর গুলিতে এক কিশোর এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপর্যপুরী ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে। এদিকে, সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রীর হাতে স্বামী খুন ও শরীয়তপুরে ডোবায় পড়ে শিশুর মৃতু্যর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, বন্ধুর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃতু্যর সঙ্গে ৬ দিন পাঞ্জা লড়ে অবশেষে পরপারে চলে গেলেন ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের পলাশ (১৮) নামের এক কিশোর।
জানা যায়, পলাশ বিশ্বজাকের মঞ্জিল আটরশি মোড়ে মোশাররফ হোটেলের কর্নধর মোশারফ হোসেনের ছেলে। পলাশ তার বাবার সঙ্গে হোটেলেই কাজ করতেন। গত ৬ আগস্ট সকালে হোটেলে কাজ করা অবস্থায় তার দুই বন্ধু সদরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাতুল এবং একই শ্রেণিতে পড়ুয়া আবির তাকে ডেকে নিয়ে যান। ওই সময় আড়াই রশি গ্রামে মোসলেম মাতুব্বরের বাড়িতে যান তারা। ওই বাড়ির একটি কক্ষে তারা তিনজন একত্রিত হয়ে কোনো এক অজ্ঞাত কারণে পলাশের মাথায় শর্টগান তাক করে গুলি করে তারা।
বাহির থেকে গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যায় সেই কক্ষে। সেখানে গিয়ে দেখা যায় রক্তাক্ত গুরুতর অবস্থায় বিছানায় পড়ে আছে পলাশের দেহ। তাকে প্রথমে আটরশি বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয় পলাশকে। ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে পলাশ মারা যান।
এ ব্যাপারে সদরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, 'বিষয়টি আমি শুনেছি কিন্তু লুট হওয়া অস্ত্রের গুলিতে মারা গেছে কিনা আমাকে কেউ জানায়নি।'
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই ঘাতক উপর্যুপরি ছুরিকাঘাত করে আব্দুর রাহিম (১৬) নামের এক কিশোরকে খুন করেছে। গত রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাহিম নারায়ণপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৬) নামে ২ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
জানা যায়, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে ডেকে নিয়ে যান মারুফ ও শাকিল। এ সময় নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে নিয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করলে রাহিম ঘটনাস্থলেই মারা যায়। পড়ে স্থানীয়রা তাদের আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেয়।
নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় শাকিল ও মারুফ নামে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত ছুরি। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে ঘুমন্ত স্বামীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আবাদচন্ডিপুর গ্রামে। নিহত স্বামীর নাম মোহাম্মদ আবু হাসান (৪৫)। তিনি একই গ্রামের হামিদ মালির বড় ছেলে।
স্থানীয় ব্যক্তি মিজানুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় রাতে স্বামী-স্ত্রী খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা দেখতে পান স্ত্রী খাদিজা বেগম ঘরে নেই। ঘর তালাবদ্ধ। জানালা দিয়ে দেখতে পান ঘরের মধ্যে রক্ত। পরে প্রতিবেশীরা দেখতে পান আবু হাসানের মরদেহ গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে।
এদিকে, আবু হাসানের আত্মীয়স্বজন ও গ্রামবাসী স্ত্রী খাদিজাকে খুলনার জিরো পয়েন্ট থেকে আটক করে। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীয়তপুর সদর প্রতিনিধি জানান, শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে তাহমিদ নামের দুই বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ভর্তাইসার এলাকায় এ ঘটনা ঘটে। তাহমিদ ওই এলাকার বিলস্নাল মাদবরের ছেলে।
জানা যায়, সকালে শিশুটির মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় শিশুটি মায়ের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।