শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চারঘাটে বাণিজ্যিকভাবে আদা চাষে ঝুঁকছেন কৃষক

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী)
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
রাজশাহীর চারঘাটে পতিত জমিতে বস্তায় আদা চাষ করছেন কৃষক -যাযাদি

রাজশাহীর চারঘাটে পতিত জমি, অনাবাদী জমি ও সাথী ফসলে আদা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। বাড়ির আঙ্গিনা, পেঁপে বাগান, আম বাগানসহ বিভিন্ন ছায়াযুক্ত জায়গায় বস্তায় মাটি ভরে আদা চাষে আগ্রহী হচ্ছেন তারা। উৎপাদন খরচ কম ও অধিক মুনাফা পাওয়ায় দিন দিন বস্তায় আদা চাষ বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় চাহিদায় মশলা জাতীয় এই ফসলের নির্ভরশীলতা কমানো, পতিত জমিসহ প্রতি ইঞ্চি জমির সুষ্ঠু ব্যবহার ও দেশীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে কৃষকদের আদা চাষে উদ্বুব্ধ করছে উপজেলা কৃষি অধিদপ্তর বলে জানান উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র অনুযায়ী জানা যায়, উপজেলার প্রায় অধিকাংশ কৃষি জমিতে আমের চাষ হয়।

স্থানীয় কৃষকরা আম বাগানগুলোতে আম ছাড়া অন্য কোনো ফসলের চাষ করতে পারে না বলে জমিগুলো পতিত অবস্থায় পড়ে থাকে। তাই বাগানগুলোতে আমের সঙ্গে সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ করে বাড়তি আয় করছেন কৃষকরা। চলতি অর্থবছরে প্রায় ১৫ হাজার বস্তায় প্রায় ১৫-২০ হাজার কেজি আদা চাষের টার্গেট করা হয়েছে।

নীলফামারী জেলা থেকে দেশি জাতের বীজ সংগ্রহ করে বীজ বিতরণের মাধ্যমে প্রায় ১২০ জন কৃষক আদা চাষ করছেন বলে জানা যায়। সাধারণত আদা সারাবছর চাষাবাদ করা হয়। তবে মার্চ-এপ্রিল উপযুক্ত সময় বলে জানা যায়।

সরেজমিন উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে ও নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক গ্রামে গিয়ে দেখা যায়, গাছতলায়, বাড়ির আঙ্গিনায়, ছাদে অন্যান্য ফসলের সঙ্গে কৃষকরা ছায়াযুক্ত জায়গায় বস্তায় আদা চাষ করছেন। এভাবে আদা চাষ করা ঝিকরা গ্রামের কৃষক জিয়ারুল জানান, তার আম বাগানের ছায়যুক্ত জায়গায় প্রাথমিকভাবে প্রায় ৫০০ বস্তায় আদার চাষ করছেন।

এভাবে আদা চাষে বস্তাপ্রতি সার ও মাটি দিয়ে প্রায় ২৫-৩০ টাকা খরচ হয়। গাছগুলো খুব ভালো হওয়ায় তিনি আশা করছেন প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি আদার ফলন হবে, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। একই কথা বলেছেন জোতকার্তিক গ্রামের মাদ্রাসা শিক্ষক বেলাল হোসেন। তিনি পেঁপে বাগানে প্রায় এক হাজার বস্তায় আদা চাষ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, বস্তায় আদা চাষ একটি আধুনিক পদ্ধতি। পতিত জমি, বাড়ির আঙ্গিনা অথবা ছায়াযুক্ত বাগানে আদা চাষ করা যায়। চারঘাট উপজেলা প্রায় অধিকাংশ কৃষি জমিতে আম বাগান রয়েছে, তাই খুব সহজে ও কম খরচে বাণিজ্যিকভাবে আদা চাষ করে অতিরিক্ত লাভ করতে পারবেন কৃষকরা।

কৃষকদের আদা চাষে উৎসাহিত করছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলায় দিন দিন আদাচাষির সংখ্যা বাড়ছে। এ জন্য চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে