শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মেহেরপুরে নতুন বাংলাদেশ বিনির্মাণে গ্রাফিতি

মেহেরপুর প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
মেহেরপুরে নতুন বাংলাদেশ বিনির্মাণে গ্রাফিতি

৫ আগস্টের পর সারাদেশের মতো মেহেরপুরেও চলে ভাঙচুর অগ্নিসংযোগ। দেয়ালে দেয়ালে ভরে যায় নানা রকম স্স্নোগান লেখায়। ছাত্র আন্দোলনে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। অবশেষে ছাত্রদের বিজয় অর্জন হলে এখন তারা দেশ মেরামতে মনোনিবেশ করেছে। বিজয় ক্ষণে এখন নতুন বাংলাদেশ বির্নিমাণে চলেছে শিক্ষার্থীদের গ্রাফিতি, দেওয়াল লেখন, ট্রাফিকিং ও পরিছন্নতা অভযান।

এরই মধ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপেস্নক্সে যেসব ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল তা পরিষ্কার করে সংস্কার করার উদ্যোগী হয়েছে। মেহেরপুর শহরের বিভিন্ন দেওয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে উঠেছে। সরকারি বেসরকারি স্কুল-কলেজের দেওয়ালসহ শহরের গুরুত্বস্থানগুলোয় রং তুলির আঁচড়ে গ্রাফিতিতে ভরিয়ে তুলছে শিক্ষার্থীরা। শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জনগণকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছে তারা। এ ছাড়া শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে বিএনসিসির পাশাপাশি আনছার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষর্থীদের।

শিক্ষার্থীরা জানায়, রক্তক্ষয়ী আন্দোলনে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতের চেষ্টা চলছে। ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলন সফল হওয়ায় এখন তারা নতুন বাংলাদেশ বির্নিমাণে গ্রাফিতি, দেওয়াল লেখন, ট্রাফিকিং ও পরিছন্নতা অভিযান চালাচ্ছে যা অব্যাহত থাকবে।

মেহেরপুর জেলা প্রধান সমন্বয়ক রাতুল আহমেদ বলেন, '৫২-এর ভাষা আন্দোলনে আমরা বাকস্বাধীনতা হারাতে বসেছিলাম। আবারও ২০২৪ সালে সে রকম পরিস্থিতির স্বীকার হই। আন্দোলনে বিজয়ী হওয়ায় এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মদের জানানোর জন্য গ্রাফিতি, দেওয়াল লিখনের কাজ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে