মাধবদী পৌরসভার কার্যক্রম চালু করতে সভা অনুষ্ঠিত
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদী পৌরসভার কার্যক্রম আবার চালু করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাধবদী পৌরসভার কর্মকর্তারা। সোমবার দুপুর ১২টায় মাধবদী এসপি ইনস্টিটিউশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাধবদী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তাদের আহ্বানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে পৌরসভার কার্যক্রম চালু করে জনগণের সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার প্যানেল মেয়র শেখ ফরিদ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. হেলাল, রাজিব হোসেন, মাধবদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মো. ফারাবী, এক্সএন তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোলস্না, মাহমুদুল হাসান, এসেসর মো. আতাউর রহমান, সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শংকর দাস, শাহাদাত হোসেন, ইমরুল কায়েস প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন মাধবদী থানা সভাপতি আব্দুল জব্বার, সেক্রেটারি আব্দুল আজিজ, শহর আমির আমিনুল হক, সেক্রটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন প্রমুখ।