শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঠাকুরগাঁও ও শিবগঞ্জ বিএনপির ঐক্য-সম্প্রীতি মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি'র ঐক্য ও সম্প্রীতি মিছিল -যাযাদি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ঐক্য ও সম্প্রীতি মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুলস্নাহ মাসুদ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা হিন্দুফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুসহ অন্য নেতাকর্মী।

বক্তারা দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, নুতন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে সব থেকে বড় অবদান কোমলমতি শিক্ষার্থীদের। তাদের জন্য আজ আমরা আবারও স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য হিন্দুদের বাসায় আগুন দিচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে। কিন্তু বলতে চাই আমরা একে অপরের ভাই। তাই যে কেউ অন্যায় করলে তাকে ধরিয়ে দিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি'র আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার বিকালে শহীদ মুগ্ধ স্কয়ার চত্বরে শিবগঞ্জ থানা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুল করিম, শফিকুল ইসলাম শাহিন, ফারুক আহম্মেদ, মোস্তাফিজার রহমান রাজা, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আনোয়ারুল ইসলাম মুকুল, মাহদি হাসান তমাল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আলামিন, সাদ্দাম হোসেনসহ ১২টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া খায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে