শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দুই জেলায় ডাকাত দলের ৩ সদস্য আটক

স্বদেশ ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
দুই জেলায় ডাকাত দলের ৩ সদস্য আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরগুনার তালতলীতে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এক ডাকাত। তবে এলাকাবাসী ও ছাত্র-জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাতচক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ডাকাত দলের এক সদস্যকে আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ওই ডাকাতকে আটক করে। আটক ডাকাতের নাম সাগর সাওতাল (২৮), কিশোর সাঁওতালের ছেলে। ক্যাম্প কমান্ডার মেজর মেজবাউর রহমান বলেন, শ্রীমঙ্গল থানার কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় ডাকাতকে সেনা ক্যাম্পেই রাখা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অভ্যাহত রয়েছে।

তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় দুই ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের উপজেলা প্রশাসনের কাছে তুলে দেন। শনিবার রাত ২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বরগুনা পৌরসভার ক্রোক স্স্নুইস এলাকার নির্মলের ছেলে সজল ওরফে সোহাগ ও তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের আমির খানের ছেলে মনির খান (৩৩)। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকার দুবাই প্রবাসী রুবেল জোমাদ্দারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকতরা তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ভুক্তভোগী পরিবারের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, 'স্থানীয়রা দুই ডাকাতকে আটক করে আমাদের খবর দেওয়া হয়। পরে আনসার সদস্যদের মাধ্যমে আটক দুই ডাকাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে