সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০
প্রতিনিধি
সামগ্রী বিতরণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সড়ক-মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত শিক্ষার্থীদের মধ্যে ছাতা, পানি, লেজার লাইট, হ্যান্ড গস্নাভসসহ পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে। শনিবার বিকালে শহরের মুক্তমঞ্চ এলাকায় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেছেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাসহ গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোকরানা সমাবেশ
\হনাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর নাজিরপুরে আন্দোলনে বীর শহীদদের স্মরণে দোয়া ও শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মোসলেউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ পিরোজপুর ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাঈদ মোলস্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিবির সভাপতি শেখ হামিম, ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল-আমিন খান, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যক্ষ ফরিদ আহমাদ, যুবনেতা মো. মিরাজ হোসেন হাওলাদার প্রমুখ।
মতবিনিময় সভা
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাঁথিয়া প্রেস ক্লাব হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, সদস্য মলয় দাস রায় প্রমুখ।
কর্মী সম্মেলন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। শেখেরখীল জামায়াতের নায়েবে আমির ইমরান বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা প্রমুখ।
ক্লাস উদ্বোধন
ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। রোববার কলেজের শ্রেণিকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মহসিন রেজা বিল্পব ছাত্রছাত্রীদের মোবাইল থেকে সরে এসে লেখাপড়ায় মন দেওয়া ও কলেজমুখী হওয়ার পরামর্শ প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে আইসিটি বিভাগের শিক্ষক মাসুদ রানা, সহকারী অধ্যাপক খোরশেদুল আলম, নাজমুল হকসহ কলেজের সব বিভাগের শিক্ষক-শিক্ষিকা।
সভা অনুষ্ঠিত
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও-৮৮৩৩ সুবেদার মুনসেদ আলীর নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরাসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরীণ গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী ও শিশু পাচার দমন, মাদক চোরাচালানি ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।
দোয়া মাহফিল
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সামাজিক সংগঠন 'রূপগঞ্জ একটি পরিবারের' উদ্যোগে উপজেলার সাওঘাট এলাকার জাপান-বাংলাদেশ আড়তে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম প্রধান। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুলতা ইউনিয়ন সমন্বয় তৈফিকুল আলম শিহাবসহ অন্য শিক্ষার্থীরা। সভায় সেলিম প্রধান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে ছাত্রসমাজ ও দেশের সাধারণ মানুষকে শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা করেছে।
মতবিনিময় সভা
ম ঝিনাইদহ প্রতিনিধি
দেশের চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখা ও হামলা আতঙ্ক দূর করতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঝিনাইদহ জেলা জামায়াত। শনিবার রাতে শহরের শ্রী শ্রী বড়মঠ কালীমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আযম, সেক্রেটারি আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, শহর আমীর হারুন আর রশিদ, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও শিবির সভাপতি রাজু আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে আন্দোলনে আহত রিকশাচালক কান্ত দাশের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়।
সম্প্রীতির জন্য সভা
ম মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বস্তরের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত, উপজেলা চেয়ারম্যান খান আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু, সহ-সভাপতি আহসান উলস্নাহ পিন্টু, সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল হক, সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার শহরের সুলতান নগরের ড্রিম পস্নাস হোটেল অ্যান্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাকিব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ, লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র শাহরিয়ার সরকার রিফাত, লায়ন্স স্কুল এন্ড কলেজের বর্তমান শিক্ষার্থী তৌহিদ মুক্তার ও তৌহিদ আল রাজী, আইসিএবির শিক্ষার্থী রওশন সাদিক শিফাত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোবিন সরকার রাফি প্রমুখ।
থানার কার্যক্রম শুরু
ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। তবে সেনাবাহিনী এখনো পাহারায় রয়েছে। ধুয়ে-মুছে পরিষ্কারের পর শুরু হয়েছে সীমিত আকারে থানা পুলিশের কার্যক্রম। এ উপলক্ষে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর কর্নেল তাকবীরের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ থানায় ওসি হানিফ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিল
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় নওগাঁর মান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চকভোলাই ঈদগাহ মাঠে নূরুল্যাবাদ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন সরকার নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাদিকুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুক্তার হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ আহম্মেদ সুমন প্রমুখ।
সংলাপ অনুষ্ঠিত
ম তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় সামাজিক ও সাম্প্র্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সংলাপে প্রধান আলোচকের বক্তব্য রাখেন তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজয় বিশ্বাস, অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানিবন্দিদের মধ্যে এসব বিতরণ করা হয়। গত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে পড়েন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম প্রমুখ।
শান্তি সমাবেশ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে এলাকায় বিশৃঙ্খলা প্রতিরোধে স্থানীয় স্টার যুব ক্লাবের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মন্মথপুরের ভবের বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় দেশের চলমান পরিস্থিতিতে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে এ শান্তি সমাবেশ আয়োজন করে স্টার যুব ক্লাব। উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আইনুল ইসলাম, সম্পাদক মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদা, কামরুল হুদা বাদশা প্রমুখ।
গণমিছিল
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী উপজেলা বিএনপি। শনিবার উপজেলার সরকারি আলাওল কলেজ মাঠে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ প্রমুখ। এ সময় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা
ম মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে কুমিলস্নার মুরাদনগরের নিহত ব্যক্তিদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছে উপজেলা বিএনপি। এ সময় সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে তিনটি পরিবারের হাতে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।
মতবিনিময় সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারাশিদ বিন এনামের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালসহ নেতারা। বৃহস্পতিবার উপজেলা হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান অচলাবস্থাকে সচল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মস্তুফা আমিনুল হক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল ফজল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতারা।
শান্তি মিছিল
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু প্রমুখ।
শান্তি সমাবেশ
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বটতলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই শান্তি সমাবেশ শুরু হয়।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
তিনি বলেন, 'বিগত ১৬ বছর স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেয়। ভারত থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে প্রত্যাখ্যান করে।'
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, প্রভাষক নুরে আলম মনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরকার আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহসাংগঠনিক নাজিম হোসেন নোমান, যুববিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু প্রমুখ।