'আগে ভূখন্ড স্বাধীন হয়েছে, এবার স্বাধীন হলো বাংলার মানুষ'
প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
'১৯৭১ সালে ভূখন্ড স্বাধীন হয়েছে, এবার স্বাধীন হলো বাংলার মানুষ। দীর্ঘ ১৫ বছর পর একজন স্বৈরাশাসকের পতন হলো। ১৭ কোটি মানুষকে মুক্ত করল ছাত্র-জনতা।'
শুক্রবার রাতে যশোরের মণিরামপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর মোস্তফা বনি (অব.)। মণিরামপুর প্রেস ক্লাবে স্থানীয় অবসরপ্রাপ্ত শসস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে মেজর মোস্তফা বনি বলেন, বর্তমান এই পরিস্থিতির মধ্যে কেউ যেন লুটতরাজ, বাড়িঘর ভাঙচুরসহ জালাও-পোড়াও না করে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রতিহিংসাপরায়ণ না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'এই অন্তর্বর্তীকালীন সরকার একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, জনবান্ধব, দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন গতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে।
আমরা মণিরামপুরবাসী এ সরকারের সার্বিক সহযোগিতা করতে বদ্ধপরিকর। আন্দোলনতর ছাত্র-জনতার ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে, সে জন্য মণিরামপুরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে অকৃত্রিম শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই।'
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আকবর আলী, জাহিদ হোসেন, ইউসুফ হোসেন ও আবুল কালাম আজাদ।