শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

'দ্রম্নততম সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে'

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
'দ্রম্নততম সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে'

টাঙ্গাইল প্রেস ক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, ইতোমধ্যে টাঙ্গাইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নাগরপুর-টাঙ্গাইল সড়কের এলাসিনে শামছুল হক সেতুর টোল উন্মুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন বাজার কমিটির নেতাদের সঙ্গে বসে সভা করে দ্রম্নততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করবে।

সমন্বয়করা বলেন, পুলিশ দায়িত্ব না নেওয়া পর্যন্ত পোশাকধারী শিক্ষার্থী তথা বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেন্টের কর্মী, ক্যাডেটের শিক্ষার্থী ও নির্ধারিত পোশাকধারীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তবে কোনোভাবেই নির্ধারিত পোশাকধারী ব্যতীত কেউ সড়কে থাকবে না।

বক্তারা বলেন, 'কারও ওপর অত্যাচার-নির্যাতন বা লুটপাটের জন্য আমাদের আন্দোলন নয়- জনসাধারণের জানমালের সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।'

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, ইমরান কবির ও শাহাদত হোসেন সিয়াম। এ সময় মির্জা স্মরণ, ওবায়েদউলস্নাহ্‌ ভূইয়া আলিফ ও সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে