দীর্ঘ ১৬ বছর তালাবদ্ধ থাকার পর রামগড় প্রেস ক্লাবের পুনর্গঠন
প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীর্ঘ ১৬ বছর তালাবদ্ধ থাকার পর অবশেষে পুনর্গঠিত হলো খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাব। ক্ষুব্ধ ও বঞ্চিত সাংবাদিকরা উদ্যোগী হয়ে রোববার সাবেক মহকুমা রামগড়ের ঐতিহ্যবাহী প্রেস ক্লাবটি সচল করার জন্য পুনর্গঠন করা হয়।
জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে শ্যামল রুদ্র সভাপতি ও বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠনের পর কিছুদিন কার্যক্রম চলে। পরে তালাবদ্ধ করে রাখা হয় ক্লাবটি।
রোববার প্রেস ক্লাবের সম্মেলনকক্ষে ক্লাব পুনর্গঠন-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- রামগড় প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন এবং সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ।
সভায় সর্বসম্মতিতে নিজাম উদ্দিন লাভলুকে সভাপতি ও নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।