বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার উপজেলার পোলস্নাডাঙ্গা কাশিয়াবোনা গ্রামে আহত শিক্ষার্থীর নিজ বাড়িতে দেখতে যান ও চিকিৎসার খোঁজখবর নেন।
আহত শিক্ষার্থী ভোলাহাট উপজেলা দলদলী ইউনিয়নের পোলস্নাডাঙ্গা কাশিয়াবোনা গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান। তিনি বলেন, 'আমি চাকরির খোঁজে ঢাকায় অবস্থান করছিলাম। আমি ৬টি চাকরির পরীক্ষায় পাস করেও প্রত্যেকবার ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে। আন্দোলন শুরু হলে আমি ঢাকা মিরপুর-১০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি। আহত হয়েও ঘরে বসে থাকতে পারিনি। ৫ আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করি।'
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মাও. শামসুজ্জামান আলকাশ, বাইতুল মাল সম্পাদক কারি মাও. আলাউদ্দিন, দলদলী ইউনিয়ন আমির মাও. মো আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সোহেল রানা, মো. আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতারা।