কালিয়াকৈরে অপরাধ ঠেকাতে প্রশাসনের কমিটি গঠন

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে চুরি, ডাকাতি, লুট, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে আতঙ্কিত মানুষ। আর চলমান এসব অপরাধ ঠেকাতে ও জনগণের জানমাল রক্ষার্থে পাড়া-মহলস্নায় কমিটি করছে উপজেলা প্রশাসন। এ কমিটির সদস্যরা নিরাপত্তার স্বার্থে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনীকে সহায়তা করবে। এ ছাড়া একই লক্ষ্যে শান্তি সমাবেশও করছেন বিএনপি'র নেতাকর্মীরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর সারাদেশের মতো কালিয়াকৈরেও চুরি, ডাকাতি, লুট, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। লুটপাটের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির অপরাধী। থানায় পুলিশ না থাকায় অতিরিক্ত অপরাধ সংঘটিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রায় শতাধিক প্রতিরোধ কমিটি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এ প্রতিরোধ কমিটি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। বর্তমানে কিছুটা কমলেও এখনো নানা অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে এসব অপরাধ দমনে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে শতাধিক প্রতিরোধ কমিটি করা হয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে কমিটি করার বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব কোনো ভাঙচুর, লুটপাট, অন্য কোনো দলের নেতাকর্মীদের ওপর অন্যায়-অত্যাচারসহ বিশৃঙ্খলা না করার নির্দেশ দিয়েছেন। তারপরও বিভিন্ন এলাকায় নানা অপ্রীতিকর ঘটনার খবর ছড়িয়ে পড়ছে। এতে বদনাম হচ্ছে বিএনপির। আসলে যারা এসব অপরাধ করে তারা দলের কোনো লোক নয়, তারা দলের ভেতরে ঢুকে বিএনপির অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছে। এসব অপরাধীদের প্রতিহত করার দায়িত্ব বিএনপির। এ লক্ষ্যে শান্তি সমাবেশও করা হচ্ছে।