ঘোড়াঘাটে তুচ্ছ ঘটনায় মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি-সংক্রান্ত জের এবং ফেসবুকের পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আল-আমিন সরকার স্বপন (৪৬)। রোববার উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, 'আমার ভাবি শাকিলা পারভীন ও ভাতিজা জোবায়ের শিফার সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা-সংক্রান্ত জের নিয়ে মামলা চলে আসছিল, যা আদালতে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় আমার ভাতিজা জোবায়ের শিফা বর্তমানে সারাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি নেতিবাচক পোস্ট করেন। যাতে আমি একটি কমেন্ট করি। এরপর গত ১০ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে ভাবি-ভাতিজা ও তাদের ভাড়াটে লোকজন আমাদের বন্ধ এস.আর.বি ইটভাটায় অবস্থান করছিল। আমি ঘটনাস্থলে গেলে তাদের হাতে থাকা লাঠি, রড ও ধারাল অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও দায়িত্বরত সেনা কর্মকর্তা হাসপাতালে দেখতে আসেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন।