শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বকশীগঞ্জে জুট মিলের যন্ত্রাংশ পাচার তিন ট্রাক জব্দ ও ৬ জন আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
বকশীগঞ্জে জুট মিলের যন্ত্রাংশ পাচার তিন ট্রাক জব্দ ও ৬ জন আটক

জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল ট্রাকে করে পাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী এবং থানা পুলিশ। এ সময় ট্রাকের তিন চালক ও চালকের তিন সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার দিনগত রাত ১টার দিকে পৌর এলাকার বাবুল চিশতির জুট মিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই রাতে বকশীগঞ্জ জুট মিলের গেট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ দায়িত্বরত সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে প্রতিরোধ গড়ে যন্ত্রাংশ বোঝাই তিনটি ট্রাক জব্দ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের তিন সহকারীকে আটক করা হয়। ট্রাকগুলো মালামাল নিয়ে ফরিদপুর জেলার মধুখালী জুট মিলে নেওয়ার কথা ছিল।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গতরাতে খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় জুট মিলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ২০১৮ সালের ১০ এপ্রিল জুট মিলের মালিক মাহবুবুল হক বাবুল চিশতি দুদুকের মামলায় জেলে থাকায় এই সুযোগে স্থানীয় একটি চক্র বাবুল চিশতির জুট মিলের প্রায় শত কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পাচার করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বার বার লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কারা এই লুটপাটের পেছনে দায়ী তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জুট মিলের সাবেক কর্মচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে