শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

হাজীগঞ্জে দোকানঘর ভাঙচুর ও দখলের অভিযোগ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে দোকানঘর ভাঙচুর ও দখলের অভিযোগ

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে অস্থিরতার সুযোগ নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ সেন্দ্রা বাজারে সন্ত্রাসী চক্র জোরপূর্বক দোকানঘর ভাঙচুর ও দখলে নেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

তথ্য সূত্রে ও সরেজমিনে জানা যায়, উপজেলার সেন্দ্রা দক্ষিণ বাজারের গাউসুল আজম সুপার মার্কেটের একটি দোকান জোরপূর্বক ভেঙে দখলে নেওয়ার পাঁয়তারা করছে সেলিম ভুঁইয়া। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সেলিম ভুঁইয়া এক দল সন্ত্রাসী নিয়ে মার্কেটে হামলা করেন। মার্কেটে থাকা বেশ কয়েকজন ব্যবসায়ীর মালামাল লুট করে নেওয়া ও আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। তারপর মার্কেটে থাকা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। আর কয়েকজন ব্যবসায়ী তাদের নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেয়। পরবর্তীতে ওইদিনই সন্ধ্যার পর পুনরায় সেলিম ভুঁইয়া ও নাছির উল্যা পাটওয়ারীসহ সন্ত্রাসী নিয়ে মার্কেটের সার্টার ও দেয়াল ভেঙে একটি দোকানঘর দখলে নেওয়ার পাঁয়তারা চালায়।

এঘটনায় মার্কেটের কেয়ারটেকার বিলস্নাল হোসেন জানান, 'সেলিম ভুঁইয়াসহ প্রায় ৩০-৪০ জন সন্ত্রাসী লোক দেশীয় অস্ত্র নিয়ে সন্ধ্যার পর মার্কেটের সামনে আসে। এ সময় আমার কাছে থাকা মার্কেটের গেইটের চাবি দিতে বলে। আমি চাবি না দেওয়ায় পেছনের দিক দিয়ে কয়েকজন মার্কেটে ঢুকে আমাকে এলোপাতাড়ি মারধর করে মার্কেটের চাবি নিয়ে যায়। পরে মার্কেটের বিভিন্ন দোকানে হামলা করে এবং সিসি ক্যামরা, কম্পিউটার ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এ ছাড়া আমার কাছে থাকা মার্কেটের ভাড়ার টাকা প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে যায়।'

মার্কেটের ভাড়াটিয়া নার্গিস সুইটস'র স্বত্বাধিকারী আওলাদ হোসেন জানান, 'যে দোকানঘরটি ভাঙচুর করা হয়েছে, সেই ঘরটি আমি ভাড়া নিয়ে সাইনবোর্ড দিয়েছিলাম। সন্ত্রাসীরা আমার সেই সাইনবোর্ডটি ভেঙে দিয়েছে। আমি ক্ষতিপূরণ চাই।'

গাউসুল আজম সুপার মার্কেটের স্বত্বাধিকারী আবদুল মমিন ভুঁইয়া জানান, 'সেন্দ্রা মৌজার বি.এস ১২১নং খতিয়ান ভুক্ত বি.এস ১১৪৩ দাগের ১৯ শতাংশ ভূমিতে আমার মার্কেট। মার্কেটের দোকান আমি বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেই। সেটি সেলিম ভুঁইয়া ও নাছির উল্যা পাটওয়ারীসহ প্রায় ৩০-৪০ জন সন্ত্রাসী লোক নিয়ে ভাঙচুর করে ও দখলে নেওয়ার পাঁয়তারায় লিপ্ত। আমি ভাঙচুরের বিচার ও দোষীদের আইনের আওতায় আনতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে সন্ত্রাসীদের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি।'

এ ঘটনায় অভিযুক্ত সেলিম ভুইয়া জানান, 'আমি মার্কেটের দোকানঘর ভেঙেছি। এটি আমার জায়গা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে