খাগড়াছড়িতে শৃঙ্খলা-নিরাপত্তায় আনসার ও ভিডিপি মোতায়েন

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাঙামাটির নানিয়ারচরে নিরাপত্তা নিশ্চিতে এলাকাবাসীকে নিয়ে উঠান বৈঠক করেন আনসার ও ভিডিপি সদস্যরা -যাযাদি
'শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা'- এ সেস্নাগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নিরাপত্তার জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় নিরাপত্তার জন্য ১৯১ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সড়কে ট্রাফিক আইনশৃঙ্খলা রক্ষা, থানা নিরাপত্তা, সোনালী ব্যাংক, বাজার, পুলিশ ফাঁড়িসহ অনান্য নিরাপত্তায় কাজ করছেন এসব আনসার ও ভিডিপি সদস্যরা। খাগড়াছড়ি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। এ সুযোগে নাশকতাকারীদের কেউ কেউ সাধারণ জনগণের ঘরবাড়ি লুটপাট শুরু করেছে, মন্দিরে হামলা চালাচ্ছে। এ অবস্থায় রাঙামাটির নানিয়ারচরে জনসাধারণের বাড়িঘর রক্ষায় কাজ করে যাচ্ছেন আনসার ও ভিডিপির সদস্যরা। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সামনে তাদের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ভিডিপির পস্নাটুন কমান্ডার সুলতান হোসেন, খোরশেদ আলম এবং নুরুল হক বলেন, 'আমরা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদের নির্দেশে কাজ করছি। এ দেশ আমাদের সবার। স্যারের নির্দেশে এলাকার সাধারণ জনগণকে নিয়ে উঠান বৈঠকের আয়োজন করি। এলাকায় এলাকায় আনসার ও ভিডিপি টিম গঠন করি। কেউ যাতে সাধারণ জনগণের ঘরবাড়ি ভাঙচুর করতে না পারে এবং চুরি-ডাকাতি করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।' এ সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আনোয়ার জাহেদ এলাকার সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেন, সাধারণ জনগণের ওপর কেউ হামলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া নানিয়ারচরের সব ইউনিয়নের আনসার ও ভিডিপি নিরাপত্তা টিম গঠন করা হয়েছে, যারা সাধারণ জনগণের জানমাল রক্ষা করবে।