শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার-সেনাবাহিনী

স্বদেশ ডেস্ক
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
মাদারীপুরে বাজার মনিটরিং করে শিক্ষার্থী, ভোক্তা অধিকার ও সেনাবাহিনী -যাযাদি

দেশের চলমান পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করেছে শিক্ষার্থী, ভোক্তা অধিকার ও সেনাবাহিনী। তারা যৌথভাবে বাজার তদারকি করছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সঙ্গে বাজার মনিটারিং করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। রোববার দুপুরে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারের কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাংসের দোকান, মাছের দোকান, মুরগির দোকানে মনিটারিং করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ এবং সচেতন করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শহরের ইটেরপুল বাজারে শিক্ষার্থী ও সেনাবাহিনীকে নিয়ে বাজার মনিটারিং করা হয়। এ সময় ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখে ও মূল্য তালিকা টানিয়ে রাখে সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়। ব্যবসায়ীদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার রিপোর্টার, মৌলভীবাজার জানান, পর্যটন জেলা শহর মৌলভীবাজারে নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাজার তদারকি করা হয়েছে। রোববার সকাল থেকে এ কার্যক্রম দ্বিতীয় দিনেরমত শুরু হয়ে শহরের পশ্চিম বাজারে নিত্যপণ্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, বয়লার মোরগ, মাছ ও সবজি বাজার তদারকি শুরু হয়েছে।

শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করছে। এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কি না সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি সেসব দোকানিকে সতর্ক করছেন তারা। তাদের বাজার তদারকির ওপর কার্যক্রম আগামী এক সপ্তাহ চলবে।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, মাহবুবুর রহমান রাহেল, জাকির হোসেন। শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সুমি চৌধুরী, কেয়া চৌধুরী, ইমতিয়াজ হোসেন ইফতি, জাবেদ রহমান, সৈয়দ নাবিল উজ্জামান, সৈয়দ মো: সামিন ইয়াসার, সিরাজুল ইসলাম প্রমুখ।

পৃথকভাবে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সমাজ কল্যাণ ফয়েজ আহমেদ, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম রুবেল, ডেন্টিস সজল আহমদ, মো. হৃদয় মিয়া, শাহরিয়ার খান সাকিব।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে শিক্ষার্থীরা বিভিন্ন বাজার মনিটরিংয়ের কাজ করছে। একই সঙ্গে তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের সঙ্গে শেরপুর শহরের বিভিন্ন সড়কে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারের সর্বত্র বাজার মনিটরিং করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা প্রতিটি বাজার ঘুরে দ্রব্যমূল্যের মূল্য, পণ্যের মান, মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করছে।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে গিয়ে দেখা মেলে তাদের একটি দলের সঙ্গে। তারা এক সঙ্গে ৮ থেকে ১০ জনের মতো ছিল। তাদের সঙ্গে আলাপকালে কেউ টিম লিডার আছেন কি না জিজ্ঞেস করলে জানায়, তাদের কোন টিম লিডার নেই। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিটের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে