প্রেম প্রত্যাখ্যানে শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের হামলার শিকার হয়েছেন দশম শ্রেণির এক শিক্ষার্থী। এর প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যায়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা।
ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী মিলার (১৫) উপজেলা সদরের আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
রোববার উপজেলার গোলচত্বরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। পরে একটি প্রতিবাদ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে প্রাঙ্গণে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ হালদার, শিক্ষিকা মাকছুদা আক্তার লাভলি, আকলিমা বেগম ও সহপাঠী শিক্ষার্থী মারিয়া আক্তার। এ সময় বক্তারা হামলাকারী বখাটে মো. হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কান্তি মন্ডল বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় বামনা থানায় একটি মামলা নেওয়া হয়েছে। এরই মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত হাসান এখনো পলাতক রয়েছে।