শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দুর্গাপুরে শহীদ মিনার পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
নেত্রকোনার দুর্গাপুরে শহীদ মিনার পরিস্কার করেন শিক্ষার্থীরা -যাযাদি

নেত্রকোনার দুর্গাপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি পরিষ্কার করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিষ্কার কার্যক্রম চালায় তারা।

সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা কেউ ঝাড়ু, কেউ পানি দিয়ে শহীদ মিনার ধুয়ে পরিষ্কার করছে। অনেক বেশি আনন্দের সঙ্গেই কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, বায়জিদ হাসান ঝলক, তাজনিন জাহান পুণ্য, ফারদু জাহান দিশারী, ফারিয়া আক্তার জান্নাত, দ্বীনাত জাহান সেতু, রাজিয়া আক্তার অন্তরা, মো. জহিরুল ইসলাম শামীম, সামিউল আল সাবা, রেদোয়ান আহমেদ ও জিদান আহমেদ।

শিক্ষার্থী বলেন, দুর্গাপুরের ছাত্রসমাজ বেশ কিছু কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে। এরই ধারাবাহিক কার্যক্রমের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করা। সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে দুর্গাপুরসহ গোটা বাংলাদেশে আন্দোলনে নিহত সব শহীদের স্মরণ করা কর্মসূচি পালন করা হয়। সামনের সময় আরও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে