ঘোড়াঘাটে আমন চারা রোপণে ব্যস্ত কৃষক
প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠে মাঠে চারা রোপণের দৃশ্য চোখে পড়ে। কৃষকদের মধ্যে কেউ জমি থেকে ধানের চারা তুলছেন, কেউ ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন। কেউ আবার শ্রমিক দিয়ে জমিতে চারা রোপণ করছেন।
তবে সেচ উৎপাদন খরচ কমলেও কীটনাশক ডিজেল ও শ্রমিক মজুরি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। অধিক ফসল ঘরে তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পরিশ্রম করছেন তারা। তাদের চোখে-মুখে নেই কোনো ক্লান্তির চিহ্ন।
এদিকে কৃষকরা জানিয়েছেন, এক একর জমিতে চারা রোপণে তাদের খরচ হয় ৩০ হাজার টাকা। তবে কয়েকদিন বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানির কারণে চারা রোপণে তাদের ২-৩ হাজার টাকা পর্যন্ত খরচ কমেছে।
উপজেলার গোপালপুর গ্রামে কৃষক জুলফিকার আলী জানান, 'আমরা বৃষ্টির পানিতে চারা রোপণ করছি। কারণ, এতে সেচ লাগে না। বৃষ্টির পানিই যথেষ্ট। এতে ফলনও ভালো পাওয়া যায়।'
বুলাকীপুর ইউনিয়নে শ্রীচন্দ্রপুর গ্রামে কৃষক মোফাজ্জল হোসেন বলেন, 'বর্তমানে আমরা জমিতে চাষ, আগাছা পরিষ্কার, সার দেওয়াসহ নানা কাজে এখন পুরো ব্যস্ত সময় পার করছি। তবে সার, কীটনাশক ও ডিজেলের দাম বেশি হওয়ায় দুশ্চিন্তায় আছি।'
উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান জানান, এ বছর ঘোড়াঘাট উপজেলায় ১৪ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভালো ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।