'দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সেনাবাহিনী'
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদপুর প্রতিনিধি
সম্প্রতি সারাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে দুষ্কৃতিকারীদের আক্রমণের স্বীকার হয় পুলিশ ও বিভিন্ন থানা। তার অংশ হিসেবে ফরিদপুরে তিন থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলার পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনতে ও তাদের সহযোগিতা করতে কাজ করছে সেনাবাহিনী।
শনিবার বেলা ১২টায় ফরিদপুর কোতোয়ালি থানায় অফিসার্স ও ফোর্সদের সঙ্গে কথা বলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্ট কর্নেল নাহিদুল আমিন শেখ। এ সময় তিনি থানার ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।
পরে জেলা কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, 'দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। ফরিদপুরের সব থানায় পুলিশ সদস্যরা নির্বিঘ্নে নিরাপত্তার মধ্য দিয়ে মানুষের সেবার কাজে ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে আমরা তাদের সহযোগিতা করছি।'