'নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে'
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান বলেছেন, 'নেত্রকোনায় সাম্প্রাদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের লোকজন একে অপরের ভাই-ভাই। কেউ আমাদের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
শনিবার নেত্রকোনা জেলা শহরের চকপাড়ায় নিজস্ব বাসভবনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
তিনি আরও বলেন, '১৯৭১ সালে আমরা প্রথম স্বাধীনতা লাভ করেছি। ২০২৪ সালে অসংখ্য শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। আমি বলতে চাই আমাদের রাষ্ট্র সংস্কারে সবাইকে এগিয়ে আসতে হবে। হিংসা-বিদ্ধেষ-হানাহানি পরিহার করতে হবে।
নেত্রকোনা শহরের কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, উপাসনালয়ে কেউ হামলা করার অপচেষ্টা করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'