লালমনিরহাটের হাতীবান্ধায় সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করেছে বিজিবি। শনিবার থানা হলরুমে তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন উক্ত প্রেসবিফিংয়ে বলেন, 'আপনারা জানেন বর্তমানে আমরা একটি কঠিন সময় পার করছি। এই স্থবির অবস্থা থেকে জাতিকে খুব দ্রম্নত বের হয়ে আসতে হবে। বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
যাতে করে আমরা খুব দ্রম্নত একটি স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি। সীমান্ত নিরাপত্তা প্রদানের পাশাপাশি অত্র এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত কাজ করছে বিজিবি। জনগণের জীবনযাত্রা কোনোভাবে যেন ব্যাহত না হয় বা আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সংখ্যালঘু প্রসঙ্গে বিজিবির অধিনায়ক বলেন, 'বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যারা রয়েছি তারা সবাই বাংলাদেশি।'