ডিমলায় হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়। শনিবার উপজেলা বিজয় চত্বর হতে উপজেলার কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের অংশ গ্রহণে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ডিমলাসহ সারাদেশে সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন ভাইদের নির্যাতনের বিচার দাবি করেন।
সেইসঙ্গে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অবিলম্বে সব প্রকার নির্যাতন বন্ধের দাবি জানান। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতারা একাত্মতা ঘোষণা করেন।