দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে। শনিবার শহরের শিবমন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ডালপট্টি থেকে ঘুরে চৌরঙ্গি মোড়ে ফিরে মানববন্ধনে মিলিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সদর ও জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অগ্নিবীরের রংপুর বিভাগীয় সভাপতি টিকেন্দ্রজিৎ মিরু, জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্ষা রায়, আলিফ সিদ্দিকী প্রান্ত, মাহমুদ হাসান অয়ন ও অরিন্দম রায় নির্লয়, মহাজোটের সহসভাপতি হিরম্ভ কুমার রায়, বিশ্বজিৎ রায় ও ভোলা নাথ রায়, সনাতন গীতা সংঘের অধ্যক্ষ বাবু রাম গোপাল রায়, উপদেষ্টা পরিতোষ রায় প্রমুখ। এতে বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে।
পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে অরাজকতা, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঘোড়াশাল তাপ বিদু্যৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা সম্প্রতি ঘটে যাওয়া অরাজকতা, লুটপাট, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে দুস্কৃতকারীদের চাঁদাবাজির প্রতিবাদ জানায়।
এ সময় তারা এলাকায় যে কোনো অরাজকাতা প্রতিরোধে শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষার্থী সোহেব, রাহাত, ছোটন, জাহিদ ও রিয়াদের নেতৃতে মিছিলটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।