ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

মেহেরপুরে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে একজন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে, মেহেরপুরের মুজিনগরে এক যবককে গলা কেটে হত্যার খবর পাওয়া যায়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আনুমানিক ৩৫ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের কাউতলী এলাকার কুরুলিয়া খাল থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অর্ধগলিত লাশটি উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন জানান, স্থানীয়রা কুরুলিয়া খালের ব্রিজের নীচে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেনা সদস্যদের জানায়। পরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। কয়েকদিন পানিতে থাকার কারনে লাশটি পচে গেছে। মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়িতে তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার কক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে স্থানীয়দের ধারণা মাদক বেচাকেনা ও অর্থনৈতিক লেনদেনের কারণে এমন হত্যার ঘটনা ঘটতে পারে। বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, 'আলম হোসেনের নামে দুটি মাদক মামলা রয়েছে। তিনি মাদক কেনাবেচার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকান্ডের শিকার হতে পারেন আলম। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।