সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
চিত্রাঙ্কন কর্মসূচি
ম নকলা (শেরপুর) শেরপুর
শেরপুরের নকলায় শহরজুড়ে বিভিন্ন দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারীদের চিত্রাঙ্কন কর্মসূচি চলছে। শনিবার সকালে এ চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় এসব চিত্রাঙ্কন চলাকালে অনেক শ্রেণি পেশার মানুষের উপস্থিত থাকতে দেখা যায়। এসব চিত্রাঙ্কনে বিভিন্ন বাণী লিখতে দেখা যায় শিক্ষার্থীদের। এই লেখা দেখে পথচারীরা তাদের স্বাগত জানান। এদিকে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।
মন্দির পরিদর্শন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী শ্রী অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশন পরিদর্শন করেছেন বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা। শুক্রবার সন্ধ্যায় বাঁশখালীর প্রধানতম এসব মন্দির পরিদর্শন ও নিরাপত্তার ব্যবস্থা করেন তিনি। এ সময় বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, সদস্য সচিব খোরশেদ আলম আয়ুব, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, ছাত্রদল নেতা আবদু ছবুর, এসএম তৈয়বসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেতা মিশকাতুল ইসলাম পাপ্পা অদৈতান্দ ঋষি মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী রামান্দ পুরী মহারাজের সঙ্গে মন্দিরের নিরাপত্তা নিয়ে কথা বলেন।
আইনশৃঙ্খলা সভা
ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও সোহরাব হোসেন। সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, মুক্তিযোদ্ধা, বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতা ও সাংবাদিকরা ছিলেন। আলোচনা করেন ক্যাপ্টেন নাসির উদ্দীন, ওসি শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, দুদক প্রতিনিধি, পরিমল কুমার তরফদার, উপজেলা বিএনপি সভাপতি সেলিম রেজা, সম্পাদক আব্দুস ছালাম, অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান মিনু, বীল মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রুবেল হাসান প্রমুখ।
আলোচনা সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আন্দোলনের নিহত কিশোরগঞ্জের বাজিতপুরের দুই শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের শোভারামপুর গ্রামে জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। আন্দোলনে নিহত শহীদরা হলেন আব্দুল কুদ্দুছ (৩৫) ও আয়মান হাসান রাহুল (১৯)। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, সোহরাব উদ্দিন, মোজাম্মেল হক, জুলফিকার আহম্মেদ মারবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের রনি ভূইয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আহমেদ লোকমান।
সংস্কার কার্যক্রম
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পতনের পর সহিংসতায় বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। বগুড়ার ধুনটে এসব ক্ষতিগ্রস্ত এলাকার সৌন্দর্য ফেরাতে শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙিন হচ্ছে চারপাশ। এ ছাড়া শহর ও গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিপুণ হাতে কাজ করে যাচ্ছে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাছাড়া পুলিশ কর্মস্থলে না থাকায় শিক্ষার্থীরাও জনগণকে তাদের অভাব পূরণের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। শুক্রবার ও শনিবার ধুনট উপজেলা সদরসহ বিভিন্ন গ্রাম ঘুরে শিক্ষার্থীদের এসব কার্যক্রম দেখা গেছে।
দোয়া মহফিল
ম ইন্দরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে আন্দোলনে নিহত সব শহীদের মাগফিরাত ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইন্দুরকানী প্রেস ক্লাব মিলনায়তনে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচাক আজাদ হোসেনের সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, প্রেস ক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইন, সম্পাদক মনিরুজ্জামান খান, সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন প্রমুখ।
সংবর্ধনা প্রদান
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর কারামুক্তি হওয়ায় সংবর্ধনা দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার নেতাকর্মী। শনিবার উপজেলার বটতলা চত্বরে আলোচনা সভা শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। উপজেলা শাখার আমির খন্দকার মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদ্য কারামুক্ত ড. সামিউল হক ফারুকী। উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রাশেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক খলিলুর রহমান, ময়মনসিংহ অঞ্চল কর্ম পরিষদ অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল প্রমুখ।
মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকালে শহরের কাঁচাবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লে. কর্নেল আরিফুজ্জামান ব্যবসায়ীদের বলেন, 'জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে জেলা বাজার কর্মকর্তা জেলার বিভিন্ন বাজার দর বিশ্লেষণ করে দাম নির্ধারণ করবেন। মূল্য তালিকা টাঙিয়ে দেবেন যাতে সাধারণ ক্রেতারা দেখতে পারে।' এ সময় ব্যবসায়ীরা বাজারের মালামাল পরিবহণের গাড়িগুলো যাতে নির্বিঘ্নে চলতে পারে সে বিষয়টির প্রতি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
দোয়া অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় নীলফামারীতে প্রায় প্রতিটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, নীলফামারী জেলার পৌরসভাসহ ৬টি উজেলার প্রায় সাড়ে চার হাজার মসজিদে নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে জুমআর খুতবায় আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাসহ সব ধর্মাবলম্বীর জান-মালের নিরাপত্তা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ ছাড়া মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষদের মাসিক সমন্বয় সভায় সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।'
সভা অনুষ্ঠিত
ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জে হিন্দু সম্প্রদাযের সঙ্গে বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরসভার রতনপুর শ্রী শ্রী বলদে জিউ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যজোটের সভাপতি বাবু অর্র্পূব কুমার সাহা। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্ণীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আব্দুর রহিম ভিপি, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোলস্না, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি প্রমুখ।
মন্দির পরিদর্শন
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় ও নিরাপত্তার জন্য বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে মন্দিরগুলো পরিদর্শন করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা আলা উদ্দিন, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল মালেক, সেক্রেটারি মাওলানা নুরুল আবছার, প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্যা, মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক আবুল খায়ের ছিলেন।
দোয়া মাহফিল
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার সন্তান নাইমুর রহমানসহ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার শিবচরের ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ভান্ডারীকান্দি হাজেরীয়া মাদ্রাসা ও এতিমখানা মুহতামিম মাওলানা হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সদস্য শিক্ষার্থী বিএম আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবী সংগঠন 'দেশ'র জ্যেষ্ঠ উপদেষ্টা মোশারফ হোসেন, নিহত নাইমুর রহমানের চাচা হায়দার বেপারী, রাশেদুল হাসান রায়হান প্রমুখ।
স্মরণ সভা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পাবনার আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পারখিদিরপুর ডিগ্রি কলেজের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ একেএম নাজমুলহক। এ সময় আন্দোলনে নিহত ছাত্র-জনতার অবদান স্মরণ করে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোবারক হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ইদ্রিস আলী প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
আইনশৃঙ্খলা সভা
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও আইনশৃঙ্খলা জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আমির মো. তোফাজ্জেল হোসেন ফরিদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন চন্ডিপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমীন। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা বাইতুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, সদর ইউনিয়নের আমির মাওলানা আবু হানিফ প্রমুখ।