ভূরুঙ্গামারীতে মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল মাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলার মেসার্স সাহা ফিলিং স্টেশনকে সাময়িক বন্ধ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেল কম দেওয়ার অভিযোগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে আসেন কয়েকজন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে মাপে কম দেওয়ার বিষয়টি যাচাই করে। এতে দেখা যায়, ২.২৫ লিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলে। এই প্রতিবেদন লেখার সময় শনিবার বেলা ১১টায় ফিলিং স্টেশন বন্ধ ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তথ্য-উপাত্ত যাচাই করে মাপে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাই ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে। মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাপে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে। উলেস্নখ্য, এর আগেও মাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।