শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সাপাহারে আশড়ন্দ কলেজ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
সাপাহারে আশড়ন্দ কলেজ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

নওগাঁর সাপাহারের আশড়ন্দ কলেজ চালুর দাবিতে শনিবার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ১৯৯৯ সালে আশড়ন্দ কলেজের কার্যক্রম চালু হয়। ২০০২ সালে পাঠদান অনুমতি পায়। তারপর যথারীতি প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চলতে থাকে। পরবর্তীতে অজ্ঞাত কারণে গত ২০০৮ সালে ওই কলেজের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে এলাকার তরুণ প্রজন্মরা পুনরায় কলেজটি চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করে। এসএসসি ব্যাচ ২০১৫ বড়দের সঙ্গে কথা বলে এবং সেই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে কলেজ চালুর দাবি জানায়।

তারই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টায় আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ অভিভাবকের নেতৃত্বে আবারো কলেজের দাবিতে মানববন্ধন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ, ভ্যানচালকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে