পশ্চিম সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে জীবন নিয়ে ফিরলেন রেজাউল

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের সঙ্গে জীবন বাজি রেখে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক (৪৫)। এ সময় তিনি বাঘের আক্রমণে আহত হন। আহত রেজাউল পাইক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে। আহতের পরিবার ও স্থানীয় ব্যক্তি রাকিবুল হাসান জানান, শনিবার বেলা ১২টার দিকে রেজাউল পাইক সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে নিজের বাড়ির জ্বালানি সংগ্রহের জন্য যান। জ্বালানি সংগ্রহকালীন হঠাৎ ঝোপের মধ্য থেকে বাঘ এসে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লে আহত হন। এ সময় আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে বাঘের মুখে আঘাত করলে বাঘ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। জানা যায় রেজাউল একজন শ্রবণ প্রতিবন্ধী। আহত রেজাউল পাইক নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী ও কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেছেন।