পঞ্চগড়ে ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মহাসড়ক অবরোধ

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন -যাযাদি
পঞ্চগড়ে ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বী ছাত্র-জনতা। শনিবার সনাতন ছাত্র জনতার ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। দুপুরে পঞ্চগড় জেলা শহরের শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। সেখান থেকে একটি বিক্ষোভ-মিছিল নিয়ে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন সুভাষ চন্দ্র রায়, ননী গোপাল ভৌমিক, পরেশ বর্মণ, দীপু রায় ও অমিক বণিক, লিখন বণিক, সাধব দত্ত, ধরণীকান্ত প্রমুখ। বক্তারা বলেন, 'সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ সব ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত সব দুষ্কৃতকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। সংখ্যালঘুদের আর্থিক ক্ষতিপূরণ সামগ্রিক নিরাপত্তা ও সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চত করার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।'